Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে করোনা হাসপাতাল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইওএম পরিচালিত একশ’ শয্যার কোভিড-১৯ হাসপাতাল ও রোহিঙ্গাদের ২০টি ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে।

গতকাল রোববার ২ জানুয়ারি রাত সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নং ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন রোগী ও ৪ জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে কেউই আহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে করোনা হাসপাতাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পুর্নাঙ্গ বিবরণ জানা সম্ভব হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.