Sylhet Today 24 PRINT

কক্সবাজারে নারীকে ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২২

কক্সবাজারে স্বামী ও সন্তানকে আটকে রেখে এক পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

‘জনস্বার্থে’ সোমবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল।

রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, কক্সবাজারে র‌্যাবের কমান্ডিং অফিসার, জেলা প্রশাসক ও টুরিস্ট পুলিশের সুপার এবং টুরিস্ট পুলিশের ডিআইজিকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী রাসেল জানান, পুলিশ কক্সবাজারের ঘটনা তদন্ত করছে। কিন্তু আইনশৃঙ্খলাবাহিনীগুলোর তরফ থেকে নানা ধরনের বক্তব্য এসেছে, যা অনেকক্ষেত্রে ‘পরস্পরবিরোধী’।

তিনি বলেন, 'বিচারিক অনুন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য রুল চেয়ে আমি জনস্বার্থে রিট আবেদনটি করেছি। চলতি সপ্তাহেই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.