Sylhet Today 24 PRINT

২০ জানুয়ারির পর দেশব্যাপী জাপার রোডমার্চ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২২

জাতীয় ইস্যু নিয়ে ২০ জানুয়ারির পর দেশব্যাপী রোডমার্চ করবে জাতীয় পার্টি (বিদিশা)। একই সঙ্গে জেলা উপজেলাদের সঙ্গে গণসংযোগ ও উত্তরবঙ্গে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা কর্মসূচি পালন করা হবে।

দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরমধ্যেই দলকে সুসংগঠিত করতে হবে।

বিদিশা বলেন, জাতীয় ইস্যু নিয়ে আমরা কর্মসূচির মাধ্যমে দলকে সারাদেশে জাগিয়ে তুলবো। বলেছিলাম চমকের পর চমক আসবে। সরকারি নিষেধাজ্ঞা দেখে স্বাস্থ্যবিধি মেনে ২০ জানুয়ারির পর আমরা রোডমার্চ করবো। এই রোডমার্চ গণজাগরণের রোডমার্চ। একের পর এক কর্মসূচি দেবো আমরা।

তিনি বলেন, কর্মসূচির মাধ্যমে দেশের সব নেতাকর্মীকে, সর্বস্তরের মানুষকে এক করবো। পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে, দেশের মেহনতি মানুষের কথা বলবে।

সবাইকে নিজ নিজ জেলা উপজেলায় কর্মসূচিতে অংশ নিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান বিদিশা।

জাপার যুগ্ম মহাসচিব ড. আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মেজর (অব.) ওয়াদুদ দিদার, সাবেক জেলা জজ আতিকুর রহমান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক, কর্ণেল (অব.) হাবিবুর রহমান, সম্মিলিত জাতীয় জোটের নেতা আনোয়ার হোসেন, আওয়ামী পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাগরিক জোটের সিদ্দিকুর রহমান, কৃষক পার্টির সিরাজুল হক, কমরেড বদরুদ্দোজা চৌধুরী, বিলকিস সুলতানা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সবুজ সিকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.