Sylhet Today 24 PRINT

ভাষাসৈনিক জিয়াউল হক আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২২

৯৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

কর্মময় জীবনে মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন এ ভাষাসৈনিক। এ ছাড়াও মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমিক বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি। একাধারে সাংস্কৃতিক জগতের নাটক, কবিতা, আবৃত্তি ও সংগীতেও অবদান রাখেন খান জিয়াউল হক।

বিশিষ্ট এ ভাষাসৈনিকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ম ফ আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানসহ অনেকেই।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জানুয়ারি) বাদ জোহর শহরের নোমানী ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে সমাহিত করা হবে এ শিক্ষাবিদকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.