Sylhet Today 24 PRINT

অনুষ্ঠানে উপস্থিতি ১০০ জনের বেশি নয়

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২২

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, যে কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। অনুষ্ঠানে অংশ নিতে অবশ্যই ভ্যাকসিন সনদ ও কোভিড-১৯ পিসিআর নেগেটিভ সনদ থাকতে হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ পিসিআর সার্টিফিকেট আনতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘সরকারি, বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের ভ্যাকসিন সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’

বইমেলা, স্টেডিয়াম কিংবা পর্যটন এলাকায় গেলে অবশ্যই সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে যেতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাণিজ্যমেলাতেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সংক্রমণের হার কমাতে গেলে সবাইকে নিজ জায়গা থেকে বিধিনিষেধ মানতে হবে। ভ্যাকসিন সনদ সাথে থাকতে হবে। জেলা প্রশাসক ও পুলিশের প্রতি ১১ দফা বাস্তবায়নে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য যে, দেশে করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি ব্যাপক হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ফের ১০ হাজার ছাড়িয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১০ হাজার ৮৮৮। এর আগে গত ১২ আগস্ট দেশে ১০ হাজার ১২৬ জনের শরীরে করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছিল। এরপর গত পাঁচ মাসেরও বেশি সময় পর আবার ১০ হাজার ছাড়াল এই সংক্রমণ। এ অবস্থায় সংক্রমণে গতি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.