Sylhet Today 24 PRINT

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২২

সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও তীব্র শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন সকালে বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। কাজ না পেয়ে তারা চরম বিপাকে পড়েছে।

ভোরে কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। রাস্তার পাশে খরকুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে।

এদিন সকালে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে।

অটোচালক আব্দুল বাতেন জানান, কনকনে শীতের মধ্যে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। শীতে একটি যাত্রী বের হয়নি। ভাড়া না থাকায় আমরা চরম কষ্টে দিনযাপন করছি।

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার মমিন জানান,  পঞ্চগড়ে তীব্র শীত ও কুয়াশায় রাস্তায় মোটরসাইকেল নিয়ে চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। তবুও কাজের ক্ষেত্রে বাড়ি থেকে বের হয়ে কাজে যেতে হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.