Sylhet Today 24 PRINT

সাংসদ লিটনের জামিনের মেয়াদ বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় স্থানীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন ১৭ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সুন্দরগঞ্জ আমলী আদালতে এমপি লিটন হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা রোডে ব্রাক মোড়ে স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সৌরভকে গুলি করেন গাইবান্ধা-১ আসনের সাংসদ লিটন।

এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া সুন্দরগঞ্জ থানায় মামলা করলে ওই মাসের ১৪ তারিখে পুলিশ ঢাকার উত্তরা থেকে এমপি লিটনকে আটক করে। পরের দিন গাইবান্ধার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এমপি লিটনকে কারাগারে পাঠায়। ৮ নভেম্বর তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। আজ জামিনের মেয়াদ বৃদ্ধি করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.