Sylhet Today 24 PRINT

আজহারের ফাঁসি

নিউজ ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৪

১৯৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল।ট্রাইবুনাল জানায় এ বিচার কোন ধর্মীয় নেতার নয়, একাত্তরের যুদ্ধাপরাধীর বিচার।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধ ঘটিয়ে উঠতি বয়সেই তিনি হয়ে উঠেছিলেন রংপুর অঞ্চলের ত্রাস; চার দশক আগের সেই অপরাধের দায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় দিয়েছে আদালত।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে আজহারের দণ্ড কার্যকর করার আদেশ দেন তিনি।

রংপুরের মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, আজহার সে সময় ৭০ জন আল-বদর সদস্যের একটি বাহিনীর নেতৃত্ব দিতেন। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের তথ্য সংগ্রহ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে দিতেন এবং তাদের হত্যা, আটকে রেখে নির্যাতনে অংশ নিতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.