Sylhet Today 24 PRINT

গণঅবস্থানে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানালেন সেলিম

নাশকতার বিরুদ্ধে সিপিবি-বাসদের গণঅবস্থান চলছে জাতীয় প্রেসক্লাবে

নিউজ ডেস্ক  |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

পেট্রোল-বোমায় মানুষ খুনের প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা, রাজনৈতিক অচলাবস্থার সমাধান ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) গণঅবস্থান কর্মসূচি চলছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য ছাড়াও দুইদলের নেতাকর্মীরা এ গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গণঅবস্থান কর্মসূচিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলেন।

এ ছাড়াও সব দল মিলে আলোচনায় বসে সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচনের দাবিও জানান তিনি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.