Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চোরাই চা পাতা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

চুনারুঘাট প্রতিনিধি |  ১৬ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট  থানা পুলিশের পৃথক অভিযানে ২৯০ কেজি  ভারতীয় চোরাই চা পাতা ও তিনকেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়,  গতকাল রোববার রাতে উপজেলার চণ্ডী-আমু চা বাগানে ১২ নম্বর গেটের সামনে থেকে টমটম দিয়ে ২৯০ কেজি ভারতীয় চোরাই চা পাতা পাচারের সময় একদল পুলিশ অভিযান চালিয়ে একটি টমটমসহ চন্ডিছড়া চা বাগানের বেলাবিল এলাকার মিলন রায়ের পুত্র শিপন রায় (২৪) কে গ্রেপ্তার করে এবং শনিবার রাতে আহম্মদাবাদ ইউপির সুন্দর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে নগদ  টাকা ও তিনকেজি গাঁজাসহ বাহুবল উপজেলার বাদে  উলয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র নুরুল ইসলাম (৩৩), ইজ্জতপুর  গ্রামের রহমত আলর পুত্র মজিদ মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.