Sylhet Today 24 PRINT

মাঙ্কিপক্স নিয়ে গুজব এড়িয়ে চলে সতর্কত থাকার পরামর্শ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২২

দেশে এখন পর্যন্ত কোনো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়নি।  মাঙ্কিপক্স নিয়ে কোন গুজব বা আতঙ্ক নয়, বরং সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ মে) সকালে বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, করোনা মহামারিকে আমরা সবাই মিলে মোকাবিলা করেছি। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্ক সৃষ্টি করতে দেইনি। একইভাবে আমরা মাঙ্কিপক্স ভাইরাসের জন্যও প্রস্তুত আছি। কোনো রোগী ধরা পড়লে তার জন্য ২১ দিনের আইসোলেশরে ব্যবস্থা রয়েছে। একটা আলাদা ইউনিটও তৈরি করবো। মাঙ্কিপক্স রোগীর জন্য বিএসএমএমইউ সম্পূর্ণভাবে প্রস্তুত।

তিনি বলেন, গতকাল (সোমবার) ফেসবুকে বিএসএমএমইউতে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে একটি পোস্ট ভাইরাল হয়। যা ছিল নিছক একটি গুজব। বিষয়টি প্রথমে আমাদের নজরে আনেন গণমাধ্যমের দায়িত্বশীল কয়েকজন সাংবাদিক। তাদের এ তথ্যে আমাদের প্রশাসন আরও তৎপর হয়েছে।

শারফুদ্দিন আহমেদ বলেন, গুজব রোধ এবং গুজব রটনাকারীকে খুঁজে পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের কাছে মৌখিকভাবে সহযোগিতা চাওয়া হয়।

উল্লেখ্য, সোমবার (২৩ মে) বিএসএমএমইউয়ে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। তবে, বিষয়টিকে গুজব উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি পক্ষ এমন গুজব ছড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.