Sylhet Today 24 PRINT

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা, নিহত ৩, দগ্ধ ২৫

নিউজ ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৫

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে তিন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে নাফু এন্টারপ্রাইজের একটি বাস ৪০ জনের অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে তুলসীঘাট এলাকায় বাসে পেট্রোল নিক্ষেপ করে অবরোধকারীরা । এতে বাসের অধিকাংশ যাত্রীই দগ্ধ হয়েছেন বলে জানান তারা।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.