Sylhet Today 24 PRINT

পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ না করার দাবি বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

বুধবার (২২ জুন) সকাল ১১টায় সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণ পত্রসমূহ পৌঁছে দেন।

কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করেননি বলে দাবি করেছেন রিজভী। তবে উপসচিব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই আমন্ত্রণ গ্রহণের কথাই জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, সরকারের তিন কর্মকর্তা পদ্মা সেতুর উদ্বোধনের জন্য দাওয়াতপত্র দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করিনি।

তিনি বলেন, পদ্মা সেতুতে ১ টাকার খরচ ৩ টাকা ব্যয় করে, সব টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। বিদেশে পাচার হয়েছে টাকা। নৈতিকভাবে বিএনপি কোনো অন্যায়ের সমর্থন করতে পারে না। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম থান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.