Sylhet Today 24 PRINT

পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসে বাসের ধাক্কা, নিহত এক

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০২২

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার আগে মাইক্রোবাসে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ৬০ বছর বয়সী নিহত আব্দুল মোল্লার বাড়ি কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার কিশোগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মোল্লা মারা যান। এতে আহত হন অন্তত ১৫ জন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি বলেন, ‌‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.