Sylhet Today 24 PRINT

পায়রায় জেলের জালে তিন কেজির ইলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২২

বরগুনার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের ইলিশ। পরে এই ইলিশটি ৮ হাজার টাকায় বিক্রি হয়।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব।

তিনি জানান, বরগুনা আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রোববার রাতে পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ মাছের জন্য জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। রাত ১০টার দিকে জাল তুলে দেখেন তার জালে বিশাল আকারের এক ইলিশ জালে ধরা পড়েছে। তিনি মাছটি মাছ বাজারে এনে ওজন দিয়ে দেখেন এর ওজন পৌনে ৩ কেজি।

এরপর জেলে রাজু গাজীর নিকট থেকে পাইকারি মাছ ব্যবসায়ী আলামিন বয়াতি মাছটি ৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এরপর সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার নিকট ৮ হাজার টাকায় বিক্রি করেন।

আমতলী মাছ বাজারের মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার জানান, এ বছর আমতলী বাজারে এখন পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।  

বরগুনা জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব জানান, সাগরে ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় মাছের অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীত বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.