Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৪ কো‌টি টাকার রেকর্ড টোল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০২২

আগের সব রেকর্ড ভেঙে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭‌টি।

এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২‌টি পরিবণ। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮‌টি পরিবহণ। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহণ পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোল আদায়ে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহণের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে

উল্লেখ্য, ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪‌টি পরিবহণ পারপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.