Sylhet Today 24 PRINT

মন্দা কাটিয়ে নতুন সম্ভাবনায় এগোবে দেশ: রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০২২

করোনাভাইরাসের অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে নতুন সম্ভাবনা নিয়ে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ জন্য সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও জানান তিনি। ত্যাগের শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের দরবার হলে রোববার (১০ জুন) সকালে ঈদুল আজহার নামাজ আদায় করে জাতির উদ্দেশে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান রাষ্ট্রপ্রধান।

আবদুল হামিদ বলেন, ‘সব সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ- এ প্রত্যাশা সবার। কিন্তু এর জন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস।’

তিনি বলেন, ‘বিগত দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।’

কৃষি, শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাত চাঙা রাখতে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে।’

কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে জন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্টপ্রতি। তিনি বলেন, ‘ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।’

দক্ষিণবঙ্গের দুয়ার পদ্মা সেতু দেশবাসীর কাছে মহাখুশির উপলক্ষ হয়ে এসেছে বলেও মনে করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এর মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষের বহুমুখী যোগাযোগের অপার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী বছর সেতুতে রেল সংযোগ স্থাপিত হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে।’

পদ্মা সেতুর কারণে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি হলো তা দেশবাসীর জন্যই ‘বিশেষ আনন্দের বিষয়’ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন থাকার আহ্বান রাখেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। পবিত্র ঈদুল আজহার মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।’

সবাইকে সরকার নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করারও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.