Sylhet Today 24 PRINT

৩০ হাজার মার্কিন ডলারসহ বেনাপোলে নারী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২২

বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার মার্কিন ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তাকে আটক করা হয়। জেরিন সুলতানা ঢাকার আশুলিয়া এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। ভারতের হুন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল মারকুইজ ইসস্ট্রইচ কোলকাতা এর ক্যারিয়ার হিসেবে জেরিন সুলতানা কাজ করেন। হুন্ডি ব্যবসায়ী শ্রী গোপাল অভিনব কায়দায় লাগেজ এবং শরীরের ফিটেড অবস্থায় পাচার করে থাকে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের একটি টহলদল টার্মিনালের সামনে অভিযানে বসে। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই নারী বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম শেষ করে টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়। যার বাংলাদেশি মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.