Sylhet Today 24 PRINT

শাশুড়িকে বিয়ে করে সিলেটে, ৯ বছর পর গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০২২

২০১০ সালে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে চলে এসেছিলেন নেত্রকোণার আয়াতুল ইসলাম। সিলেটে এসে বিয়েও করেন তারা।

এনিয়ে শশুরের মামলায় ২০১৩ সালে দেড় বছরের কারাদণ্ড পেয়েছিলেন আয়াতুল। কিন্তু জামিন নিয়ে পালিয়ে যান রায় ঘোষণার আগেই। অবশেষে ৯ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

নেত্রকোণার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আয়তুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

গ্রেপ্তার ৩৩ বছরের আয়াতুলের বাড়ি মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামে।

উপপরিদর্শক জানান, আয়াতুল ২০১০ সালে নিজ গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। একপর্যায়ে শাশুড়িকে নিয়ে সিলেটে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন।

এ ঘটনায় ২০১১ সালের মার্চে মোহনগঞ্জ থানায় মামলা করেন তার শ্বশুর। ২০১৩ সালের জুন মাসে আয়াতুলকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

রায় ঘোষণার আগেই জামিনে মুক্ত হয়ে পালিয়ে যান আসামি। দীর্ঘ ৯ বছর পর রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.