Sylhet Today 24 PRINT

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১২ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২২

একদিনের ব্যবধানে মঙ্গলবার প্রতি ডলারে রেকর্ড আট টাকা দাম বেড়ে এখন পর্যন্ত বেড়ে ১১২ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এ দামেও আশানুরূপ ডলার মিলছে না।

ইতোপূর্বে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি। খোলা মার্কেটে নতুন দর নিয়ে বিস্ময় প্রকাশ করছেন আমদানীকারকরা।

খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়।

খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। বাজারের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.