Sylhet Today 24 PRINT

নতুন বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষকরা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সব সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে অষ্টম বেতন কাঠামো হয়েছে, তার সব সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। এজন্য একটি প্রজ্ঞাপন জারি হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন হয়েছে, তাতে শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না।
এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে থাকা ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক।

চলতি বছরের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে। আগামী মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সবাই।

জুলাই থেকে পাঁচ মাসের বকেয়াও পাবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.