Sylhet Today 24 PRINT

বেড়েছে বাংলাদেশিদের গড় আয়ু, পুরুষের চেয়ে নারীরা দীর্ঘায়ু

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশিদের গড় আয়ু এখন ৭০.৭ বছর। এর মধ্যে নারীরা গড়ে বেঁচে থাকছেন ৭১.৬ বছর। পুরুষরা ৬৯.১ বছর।

২০১৪ সালে করা সরকারের এক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বছরে বছরে আয়ু বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে বাংলাদেশে।
সমীক্ষার ফলাফল রোববার ঢাকায় এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর বা বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ জানিয়েছেন, বাংলাদেশীদের গড় আয়ু প্রতি বছরেই উল্লেখযোগ্য হারে বাড়ছে।

উদাহরণ হিসাবে তিনি বলেন, ২০১০ সালের তুলনায় অর্থাৎ চার বছরে বাংলাদেশীদের গড় আয়ু বেড়েছে তিন বছর। বিশ বছর আগের তুলনায় বেড়েছে ১২.৭ বছর।

১৯৯৪ সালে যেখানে গড় আয়ু ছিল ৫৮.০২ বছর, ২০১৪ সালে তা দাঁড়িয়েছে ৭০.৭ বছর।

আয়ু বাড়ার পেছনে প্রধান কারণ কি এই প্রশ্নে বিবিএস প্রধান বলেন, জীবনযাত্রার মান, টীকা কর্মসূচির সাফল্য এবং স্বাস্থ্য সেবার পরিধি বাড়তে থাকায় গত আয়ু ক্রমাগত বাড়ছে।

তিনি জানান, গত বছরগুলোতে আয়ু বৃদ্ধির হার আগের তুলনায় অনেক বেশি।

বিবিএস-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে এখন মাথাপিছু গড় আয় ১৩১৪ মার্কিন ডলার। শ্রমিকের মজুরীও বছরে বছরে বাড়ছে।
গড় আয়ু ভারতের চেয়ে বেশি

বিবিএসের প্রধান জানিয়েছেন, আয়ু বাড়ার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য।

দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার পর।

প্রতিবেশী ভারতের চেয়েও বাংলাদেশের অগ্রগতি ভালো। এ বছর অর্থাৎ ২০১৫ সালে যেখানে ভারতীয়দের গড় আয়ু ৬৯.৬ বছর দেখানো হচ্ছে, সেখানে ২০১৪ সালেই বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭০.৭ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.