Sylhet Today 24 PRINT

দাড়ি কামিয়ে সাংবাদিক বেশে শিবির নেতা

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

নারায়ণগঞ্জ থেকে সাফায়েত উল্লাহ (২৭) নামে ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের দাবি, দাড়ি কামিয়ে সাংবাদিক পরিচয় লেখা মোটরসাইকেল চালিয়ে রাজধানীতেও বিভিন্ন ধরনের অপরাধ করছিলেন তিনি।

২০১৪ সালে শাপলা চত্বরে নাশকতার মামলার অভিযোগপত্রভুক্ত এই আসামির বিরুদ্ধে নাশকতার আরও অন্তত সাতটি মামলা রয়েছে। শাপলা চত্বরে নাশকতার সময় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে যান সাফায়েত।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শাহ্ মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে ফতুল্লা থানার তুলারাম কলেজ সংলগ্ন আল্লামা ইকবাল রোডের এক বাড়িতে অভিযান চালিয়ে সাফায়েতকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল পাওয়া যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা শাহ্ মো. মশিউর রহমান জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানা শাখা শিবিরের সভাপতি সাফায়েত এখন জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত।

রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় সাম্প্রতিক সময়ের সরকারবিরোধী সব মিছিলেই ছিলেন সাফায়েত।

তিনি ঢাকা মহানগর ল’ কলেজের ছাত্র বলে র‌্যাবকে জানিয়েছেন।

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানার পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জে মামলা রয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফায়েত দাড়ি রেখে রাজধানীসহ বিভিন্ন জেলায় নাশকতা চালিয়ে আত্মগোপন করতেন। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তিনি দাড়ি কামিয়ে ছদ্মবেশ ধারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.