Sylhet Today 24 PRINT

নৌকায় আগুন, পুলিশের গুলি !

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

যশোরের চৌগাছা পৌরসভায় নৌকা প্রতীকে আগুন দেওয়ার পর দুই মেয়র প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।

চৌগাছা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলের মাঠ এলাকায় নৌকা প্রতীকধারী প্রার্থী নূরউদ্দিন আল মামুন হিমেল তার সমর্থকদের নিয়ে পথসভা করছিলেন।

“এ সময় ওই এলাকায় বাঁশের তৈরি একটি নৌকা প্রতীকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে হিমেল ও স্বতন্ত্র প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুলের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ-ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

তবে বাবুলের সমর্থকরা শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে হিমেলের সমর্থকেরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।

এ বিষয়ে ওসি বলেন, “বাবুলের একটি অনুমোদিত শর্টগান রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।”

অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করার খবর দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মেয়র প্রার্থী বিএনপির সেলিম রেজা আওলিয়ার, আওয়ামী লীগের নূরউদ্দিন আল মামুন হিমেল, স্বতন্ত্র এস এম সাইফুর রহমান বাবুল ও কামাল আহমেদকে ১০ হাজার করে এবং তিন কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

একটি প্রচারের গাড়িতে দুটি করে মাইক ব্যবহার ও রঙিন পোস্টার টাঙানোর কারণে এসব জরিমানা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.