Sylhet Today 24 PRINT

মতিঝিলে আগুন, হুড়োহুড়িতে চিকিৎসকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

রাজধানীর মতিঝিলে রাস্তার পাশে ঝুলন্ত তারে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে পাশের ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মতিঝিল থানার এএসআই মামুন হোসেন জানান, সোমবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের ১০ তলা হাদী ম্যানসনের সামনে এঘটনা ঘটে।

ওই চিকিৎসকের নাম অধ্যাপক ডা. এস এম শাহনেওয়াজ দ্বীন তবীব (৪৫)। তিনি রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত মিরপুর শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ‍ও শিশু হাসপাতালের অধ্যাপক এবং শিশু বিভাগের পরিচালক। এছাড়া তিনি পল্টনে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালট্যান্ট হিসেবে দায়িত্বরত ছিলেন বলেও জানা গেছে।

সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তার পরিচয় নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের সময় তিনি ওই ভবনের একটি ব্যাংকে ছিলেন। অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত নামার সময় পা পিছলে পড়ে গিয়ে অচেতন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে‍ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.