Sylhet Today 24 PRINT

১ ও ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিনেই বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় এ উৎসব পালন করবে ২ জানুয়ারি।

১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রাথমিক স্তরে সারাদেশে মোট দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে।

এ ছাড়া প্রাক-প্রাথমিকের ৩২ লাখ শিক্ষার্থীকে তিন কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.