Sylhet Today 24 PRINT

পঞ্চগড়ে তীর্থযাত্রার নৌকা ডুবে মৃত্যু বেড়ে ৫৭

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকাডুবির ঘটনায় আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন অন্তত ২৩ জন।

বিষয়টি  নিশ্চিত করেছেন উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

তিনি জানান, করতোয়া নদী থেকে সর্বশেষ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি ৩ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তারাও একই দুর্ঘটনায় মারা গেছেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.