Sylhet Today 24 PRINT

লাঠি নিয়ে এলে খবর আছে: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২২

বিএনপির নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে সমাবেশে আসা নিয়ে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘লাঠি নিয়ে এলে খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনায় এ কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা।

দেশের নানা স্থানে কর্মসূচিতে ক্ষমতাসীন দলের হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সম্প্রতি বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে নিয়ে আসছেন। সেই লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে নিয়ে আসা হয়। ঢাকা মহানগর পুলিশ অবশ্য এভাবে লাঠি নিয়ে আসাকে নিষিদ্ধ করেছে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাতে আওয়ামী লীগ বিচলিত নয় বলেও জানান কাদের। বলেন, ‘আওয়ামী লীগ প্রস্তুত ও সতর্ক আছে, রাজপথ থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে- কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

তিনি বলেন, ‘কত গণ-আন্দোলন করলেন, ঘন ঘন বললেন গণ-আন্দোলন করবেন। ১৩ বছর চলে গেল দেখতে দেখতে। ১৩ বছর চলে গেল, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর। এই পর পর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক! দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর?’

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ‘ভূত’ মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বানও জানান আওয়ামী লীগ নেতা।

২০১৫ সালে ডাকা অবরোধ কর্মসূচি তুলে না নিয়ে সাত বছর পর আবার এমন কর্মসূচির হুঁশিয়ারি নিয়েও কটাক্ষ করেন কাদের। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি আগের অবরোধ না তুলে নতুন করে কেন আবার অবরোধ ঘোষণা করেছে, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করুন।’

দলের নেতা-কর্মীদের আচরণ নিয়েও সতর্ক করেন কাদের। বলেন, ‘দলের পরিচয়ে যারাই অপকর্ম করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর যেসব শিশু জন্মগ্রহণ করেছে, সেসব শিশুর প্রতিনিধিদের হাতে বিশেষ উপহার তুলে দেন কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.