Sylhet Today 24 PRINT

আইজিপির দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার তিনি পুলিশ সদর দপ্তরে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন আবদুল্লাহ আল-মামুন।

এর আগে র‌্যাব মহাপরিচালক হিসেবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ আল-মামুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়।

আইজিপি হিসেবে নিয়োগের আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল করোনা মহামারির সময় র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নেন। দুই বছর পর তাকে এই পদে নিয়োগ দেয় সরকার।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অষ্টম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এরপর পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পান।

র‌্যাবের ডিজি হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে শুক্রবারই চাকরির মেয়াদ শেষ হয় বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.