Sylhet Today 24 PRINT

১০ টাকার টিকিট কিনে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর সাধারণ রোগীর মতো চোখ পরীক্ষা করিয়েছেন।

সরকারপ্রধান চিকিৎসা নেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষু বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসসের।
হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী চিকিৎসক, নার্স ও আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং লোকজনের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.