Sylhet Today 24 PRINT

নারী ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান বিশাল: এম এ মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০২২

শেখ হাসিনাকে নীরব সমর্থনের প্রয়োজন নেই, মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কোন সরকার, কোন একক ব্যক্তি বা কোন রাজনৈতিক দল যদি নারীর ক্ষমতায়ন করতে পারে সেটা অবশ্যই শেখ হাসিনা। নারী ক্ষমতায়নে তার বিশাল অবদান আছে।’

প্রধানমন্ত্রী প্রসঙ্গে আরও বলেন, ‘তিনি আরো কাজ করতে চান। কিন্তু বিশাল বাধা তার সামনে। যদি মনে করেন মন্দের ভালো হিসেবে শেখ হাসিনা কাজ করে তাহলেও তাকে সমর্থন দিতে হবে। নীরব সমর্থনের প্রয়োজন নেই, মাঠে নামতে হবে।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ‘স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এম এ মান্নান বলেন, “মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ পাশ করানোর জন্য যখন শেখ হাসিনার কাছে যাই তখন জানতে চান, এসব জায়গায় মহিলাদের জন্য বিশেষ কী ব্যবস্থা আছে। ‘এই যে কলেজ, মেডিকেলে হল বানাচ্ছেন প্রত্যেক তলায় তলায় মেয়েরা চুল বাঁধবে, সাজবে তার জন্য আলাদা রুম রেখেছেন? পাঁচতলার ওপর একটা সুইমিং পুল করে দেন না কেন! রাতের বেলায় মেয়েরা সাঁতরাবে। এই যে উদার মনোভাব এটা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নারীদের জীবনের প্রতি ক্ষেত্রে ন্যায্য পাওনা, মর্যাদা দিতে হবে। এটা কোন দান-খয়রাত নয়।’

অনুষ্ঠানে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে ‘কমিউনিটি ডায়ালগ অন উইমেন ল্যান্ড রাইটস রিপোর্টের’ মোড়ক উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.