Sylhet Today 24 PRINT

রাস্তা বন্ধ করে সমাবেশ মানবাধিকারের অংশ নয়: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২২

রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকারের অংশ নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই। মানবাধিকার লঙ্ঘনকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।  যারা মানবাধিকারের কথা বলছেন তাদের দেশেই মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া হয়।

বিদেশে রাষ্ট্রদূতদের সতর্ক করে তিনি বলেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। তাদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।

এ সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলেও জানিয়ে আনিসুল হক বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার শুরু করছে। এ ক্ষেত্রে রাষ্ট্রগুলো কতটা সহায়তা করবে, তা নিয়ে সন্দেহ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.