Sylhet Today 24 PRINT

বর্ষবরণের ফানুস বিদ্যুতের তারে, মেট্রোরেল দুই ঘণ্টা বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২৩

ইংরেজি নববর্ষকে বরণ করতে গতকাল রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয় বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা।

ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও ব্যবস্থাপনা) নাসির উদ্দিন আহমেদ বলেন, 'স্টেশনে যাত্রীদের ভিড় থাকলে রেল চলাচলের সময় আজ আধ ঘণ্টা বাড়ানো হবে।'

এর আগে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেছিলেন, মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়া ফানুসগুলো সরানোর কাজ চলায় সকালে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, 'ফানুসের কারণে মেট্রোর বৈদ্যুতিক তারের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে সব ফানুস না সরানো পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।'

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.