Sylhet Today 24 PRINT

রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম, তরুণ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমঝিমের বাড়ি শহরের সরকার পাড়া এলাকায়। রেলওয়ে জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট লেভেল ক্রসিংএলাকায় রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিন তরুণ। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে তারা কাটা পড়েন।

এতে ঘটনাস্থলেই রিমঝিম নিহত হয়। গুরুতর আহত হয় আরাফাত (২১) ও দীপু (২২) নামে অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

আহত আরাফাতের বাড়ি শহরের বেপাড়ি পাড়া এলাকায় এবং দীপুর বাড়ি শহরের পুনিয়াউট এলাকায়।

ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়েছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.