Sylhet Today 24 PRINT

আর্থিক সংকটে স্থগিত হলো ২ লাখ ইভিএম কেনার প্রকল্প

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৩

আর্থিক সংকটের কারণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহাংগীর আলম বলেন, 'ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার পর এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'

তিনি বলেন, 'এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে।'

ইসি সচিব জানান, পরিকল্পনা কমিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানিয়েছে।

এর ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ' আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ইসি সচিব বলেন, ২০১৮ সালের ইভিএম দিয়ে যতটুকু সম্ভব করা হবে। সেক্ষেত্রে ৫০-৬০ আসনে ইভিএমে ভোট হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.