Sylhet Today 24 PRINT

ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২৩

ইয়াবা পাচারের অভিযোগে দায়ের মামলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন বলে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান।

তিনি জানান, '২০১৯ সালে ৮ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালে এই মামলার বিচার শুরু হয়। আজ আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।'

গত ২৪ জানুয়ারি ইয়াবা ও মুদ্রা পাচারের মামলায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল মিয়ানমারের ৩ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.