Sylhet Today 24 PRINT

জঙ্গি ছিনিয়ে নেওয়া আমাদের ব্যর্থতা: র‌্যাব মহাপরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২৩

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সমন্বয়ের অভাব ছিল। পুলিশের সঙ্গে অন্যান্য সংস্থাগুলো সমন্বয় করে কাজ করলে হয়তোবা তারা পালিয়ে যেতে নাও পারতো।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল। সেখানে সমন্বয়ের অভাবও ছিল বলে আমরা মনে করি। তারপরও জঙ্গিরা কোথায় পালিয়ে আছে সে বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। তবে তারা পালিয়ে থেকে যেন অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেলে করে আসা ৪ জঙ্গি পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে লেখক অভিজিৎ রায় ও জাগৃতী প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ২ আসামি মাইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.