Sylhet Today 24 PRINT

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: চলছে উদ্ধার অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে সংস্থাটি শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘দুর্ঘটনাস্থলে যেসব সিলিন্ডার দেখা গেছে, সেগুলো অনেক সময় পরীক্ষা করা হয় না। বিস্ফোরণের বিভিন্ন কারণ থাকতে পারে। প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছি।’

এদিকে সকালে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বিস্ফোরক অধিদপ্তরের একটি দল।

এরআগে শনিবার বিকেলে বিস্ফোরণের পর ৬ জনের মৃত্যুর খবর জানায় পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৮ জন। প্রায় ৫ ঘণ্টা চলে প্রথমদিনের উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি গাড়ি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে দুর্ঘটনায় নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.