Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে চলন্ত ট্রেনে বাসের ধাক্কা, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৩

চট্টগ্রামে একটি চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নগরের ইপিজেড থানার পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

তাদের মধ্যে আজিজুল রেলের পয়েন্টম্যান বলে জানিয়েছে পুলিশ। আসাদুজ্জামান নগরের চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান কারখানার কোয়ালিটি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অন্যজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান জানান, মেঘনা অয়েলে আগে থেকে তেলভর্তি ওয়াগন ছিল। সেগুলো আনার জন্য রেলের একটি ইঞ্জিন যাচ্ছিল। এ সময় সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেলের ইঞ্জিনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলের রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.