Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দুর্নীতির দায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৩

উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম মেশকাতুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) রাতে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবিবুর রহমান এতথ্য জানান।

এর আগে, গতকাল সোমবার দুদকের মামলায় এসএম মেশকাতুল ইসলাম হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াব ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। এ মামলায় পিআইও ছাড়াও লাখাইয়ের বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুনকে আসামি করা হয়। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরে দুদকের মামলাটি করে।

কারাগারে যাওয়া এসএম মেশকাতুল ইসলাম বর্তমানে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় কর্মরত। তিনি ১২ মার্চ থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন বলে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.