Sylhet Today 24 PRINT

নোবিপ্রবির হলের ছাদে ছাত্রের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রুসী মারমা (২১) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আপ্রুসী মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নোবিপ্রবির ছাত্র ও মৃত আপ্রুসী মারমার সহপাঠী রুপস মারমা বলেন, আপ্রুসী ১৪ আবর্তনের শিক্ষার্থী ছিল। পরীক্ষা খারাপ হওয়ায় সে ১৫তম ব্যাচে পুনঃভর্তি হয়। আজকে (সোমবার) সারা দিন আমাদের সঙ্গে ছিল এবং ক্লাস করেছে। রাতে সে হলে খাবার খেতে যায়। পরে এমন ঘটনা কেন করল, তা বুঝতে পারছি না।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.