Sylhet Today 24 PRINT

যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৩

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগেছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে রেলে যোগাযোগ স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসটিকে পঞ্চগড় থেকে ঢাকায় ফেরা দ্রুতযান এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে বাসটি পুরোপুরি রাস্তা থেকে সরে যায়।

ফরহাদ হোসেন জানান, বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হননি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলি জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.