Sylhet Today 24 PRINT

মামলার পর আটক করা হয় শামসুজ্জামানকে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২৩

মামলার পর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রেস কাউন্সিলের মাধ্যমে একজন গণমাধ্যম কর্মীর বিচারের সুযোগ থাকলেও শামসুজ্জামানকে কেন রাতে তুলে নিতে হলো জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি কারো বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, থানায় মামলা করে পুলিশ তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। আমি যতটুকু জানতে পেরেছি প্রথম আলোর ওই সাংবাদিকের (সাংবাদিক শামসুজ্জামান) বিরুদ্ধে থানার অভিযোগ ছিলো। তারই অংশ হিসেবে সিআইডি তাকে আটক করে নিয়ে গেছে।

তবে, মামলাটি কে বা কারা করেছে সে বিষয়ে 'সুনিশ্চিতভাবে' জানাতে 'আরেকটু সময় লাগবে' বলে জানান তিনি।

শামসুজ্জামান যে প্রতিবেদন করেছেন সেটি নিয়ে 'রাষ্ট্রের আপত্তি আছে' বলে জানানো হয়েছিল তাকে তুলে নেওয়ার সময়—উল্লেখ করলে মন্ত্রী বলেন, রাষ্ট্রের আপত্তি নয়, একটা মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.