Sylhet Today 24 PRINT

প্রথম আলো কার্যালয়ের সামনে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০২৩

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কার্যালয়টির সামনে মানববন্ধন হতে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়ে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, সকাল থেকে প্রথম আলোর সামনে তারা অবস্থান করছেন। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তারা এসেছেন।


পুলিশ মোতায়েনের বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খান বলেন, ‘জনগণের মানববন্ধন করার কথা ছিল, তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কী বিষয়ে মানববন্ধন করার কথা ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘মানববন্ধন করবে, কেন এ রকম নিউজ করলো অথবা পক্ষে-বিপক্ষে মানববন্ধন করার একটা তথ্য ছিল আমাদের কাছে। কিন্তু মানববন্ধন হয় নাই। এ কারণে সকাল ১০টা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তবে পুলিশ মোতায়েনের বিষয়ে কিছুই জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘প্রথম আলোর সামনে পুলিশ মোতায়েনের বিষয়ে আমি তো জানি না।’

আপনার এলাকাতে পুলিশ মোতায়েন আর আপনি জানেন না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা সেন্ট্রালি হতে পারে। আমি জানি না।’

স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে বুধবার প্রথম আলোর সাংবাদিক মো. শামসুজ্জামান শামসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।

এদিন ভোরে তাকে সাভারের বাসা থেকে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার শামসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.