Sylhet Today 24 PRINT

শিক্ষার মান বৃদ্ধির জন্য আপনারা কী আন্দোলন করছেন, শিক্ষকদের প্রতি প্রশ্ন অর্থমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন প্রসঙ্গে ক্ষুব্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ব্যাপারে তিনি বলেন, ‘দেখি না, তারা কতটুকু যেতে পারে।’

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

চলমান আন্দোলনকে ‘নাথিং’ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি তাদের এই আন্দোলন নাথিং।’


তিনি আরও বলেন, ‘বেতন কাঠামো অনুযায়ী তারা কী পাচ্ছেন, কী পাচ্ছেন না, তা না জেনেই তারা (শিক্ষকরা) আন্দোলন করছেন।’

শিক্ষকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন তিনি, ‘আপনারা শিক্ষার মান বৃদ্ধির জন্য কী আন্দোলন করছেন?’

উল্লেখ্য, শনিবার ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরুর ঘোষণা দেন শিক্ষকরা। কর্মসূচি চলাকালীন ক্লাস-পরীক্ষা ও সান্ধ্যাকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.