Sylhet Today 24 PRINT

বন্ধ হচ্ছে গ্রামীণ ইউনিক্লো

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২৩

পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো তাদের কার্যক্রম বন্ধ করছে। প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বুধবার (১০ মে) ওই ঘোষণায় বলা হয়, ‘প্রিয় গ্রাহক, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৮ জুন, ২০২৩ সালের মধ্যে গ্রামীণ ইউনিক্লোর দশটির স্টোরের সব বন্ধ করে দেব এবং আমরা ব্যবসা বন্ধ করছি।’

২০১০ সালে গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোং লিমিটেড সামাজিক ব্যবসা হিসেবে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা। ২০১৩ সাল থেকে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয় একাধিক স্টোর।

প্রতিষ্ঠানটি বলছে, সাম্প্রতিক বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনে তারা নির্দিষ্ট ভূমিকা পালন করেছে। এখন ব্যবসায়িক কার্যক্রমের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘোষণার কয়েক মাস আগেই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে আউটলেট সরিয়ে নেয় গ্রামীণ ইউনিক্লো। সম্প্রতি প্রতিষ্ঠানটির আউটলেট ঘুরে বড় ধরনের মূল্যছাড়ের অফার দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.