Sylhet Today 24 PRINT

এবার ইমরানের দলের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসলামাবাদের বাসা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারের পর পুলিশ তাকে গোপন স্থানে নিয়ে গেছে বলে দাবি করেছে দলটি। খবর ডনের।

শাহ মাহমুদ কুরেশি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি দলটির নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কুরেশিকে গ্রেপ্তারের ভিডিও টুইটারে পোস্ট করেছে পিটিআই।

এর আগে দলটির সেক্রেটারি জেনারেল আসাদ ওমরকে গ্রেপ্তার করা হয়।

পিটিআইয়ের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ পুলিশ।

টুইটবার্তায় পুলিশ জানায়, পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংস বিক্ষোভে শান্তি নষ্ট হওয়ার হুমকি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বার্তায় বলা হয়, ‘আইন মেনে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হবে। গুজব এবং মানুষকে উত্তেজিত করা থেকে বিরত থাকুন।’

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলাসহ একাধিক মামলায় জামিন চাইতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন ইমরান খান।

দেশটির ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি) এক বিবৃতিতে বলেছে, ‘আল-কাদির ট্রাস্ট দুর্নীতি’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.