Sylhet Today 24 PRINT

কবি নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ ও বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী কল্যাণী কাজী আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি নজরুলপুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় পশ্চিমবঙ্গের কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন কল্যাণী কাজী। খবর আনন্দবাজার অনলাইনের।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। হাসপাতালে চিকিৎসা চললেও মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

নজরুল সম্পর্কে বহু অগ্রন্থিত কাহিনি সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন কল্যাণী কাজী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.