Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ১, গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৬ মে) বিকেলে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ।

গ্রেপ্তার দুজন হলেন, ১৭ নম্বর ক্যাম্পের মামুন রশিদ (৩২) ও আবদুর রহমান (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, '১৭ নম্বর ক্যাম্পে একদল দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দলের দুজন গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুটি লম্বা বন্দুক উদ্ধার হয়েছে।'

গ্রেপ্তার ২ জনই আরসার সন্ত্রাসী উল্লেখ করে তিনি বলেন, 'নিহতের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'


ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.