Sylhet Today 24 PRINT

সংঘাতকবলিত সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২৩

সংঘাতকবলিত সুদান থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি। আরও ১৬০ জন ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইনসে সরকারি খরচে সুদান থেকে জেদ্দায় পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে দেশে ফেরেন ৭২১ জন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৭২১ জন দেশে ফিরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.